নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় মাল বোঝাই ট্রাকের ধাক্কায় অটো ভ্যানের তিন যাত্রীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের বালুয়া বাসুয়া এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন উপজেলার কলম পুন্ডরী গ্রামের উপেন আলীর ছেলে আব্দুর রহিম, একই গ্রামের আব্দুল জব্বারের ছেলে বিদ্যুৎ আলী ও নজরপুর গ্রামের মোবারক হোসেন মোবার ছেলে কাঁচু আলী। নিহতদের মধ্যে আব্দুর রহিম সকালে ঘটনাস্থলেই মারা যায় এবং বাঁকী দুইজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যায়।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ও স্থানীয়রা জানান, সিংড়া বাজার থেকে অটোভ্যান যোগে চালক সহ ৪/৫ জন শ্রমিক বালুয়া বাসুয়া এলাকায় যাচ্ছিল। পথে বগুড়া থেকে নাটোরগামী একটি মাল বোঝাই ট্রাক ভ্যানটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা চালক সহ সকল যাত্রীরা ছিটকে পড়ে যায় এবং ঘটনাস্থলেই আব্দুর রহিম নামে এক শ্রমিকের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হয় আরো দুই জন। স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার ও গুরুতর আহত ২ জনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে ওই দুই জনের মৃত্যু হয়। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়াল তিন।