নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ওলিউল্লাহ (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার সিকিচড়া গ্রামে এই দূর্ঘটনা ঘটে। নিহত ওলিউল্লাহ সিংড়া পৌর এলাকার চাঁদপুর মহল্লার শরিফুল ইসলামের ছেলে ও রহিম ইকবাল কেজি একাডেমির চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম ও নিহতের পরিবারের সদস্যরা জানায়, শিশু ওহিউল্লাহ তার মায়ের সাথে সিকিচড়া গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে যায়। শনিবার দুপুরে নানা বাড়ির পাশের একটি পুকুর পাড় দিয়ে যাবার সময় পা পিছলে পানিতে পড়ে ডুবে যায় শিশুটি। ঘটনাটি স্থানীয়রা দেখতে পেয়ে পুকুর থেকে তাকে উদ্ধার করে কমিউনিটি চিকিৎসকের কাছে নিয়ে গেলে সেখানে কর্মরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। পরিবারের কারো কোন অভিযোগ না থাকায় এবং স্থানীয় জনপ্রতিনিধিদের অনুরোধের প্রেক্ষিতে শিশুটির দাফনের অনুমতি দেয় পুলিশ।