নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় বিল থেকে ধান বোঝাই ট্রাক্টর নিয়ে সড়কে উঠার সময় উল্টে পড়ে চালক আরমান মোল্লার মৃত্যু হয়েছে। নিহত আরমান মোল্লা পাবনার ফকিরপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে ও উত্তর দমদমা গ্রামের ওমর শেখের নাতি। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে সিংড়া উপজেলার উত্তর দমদমা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম ও স্থানীয়রা জানান,ট্রাক্টর চালক কিশোর বয়সী আরমান তার নিজের ট্রাক্টর নিজেই চালিয়ে ভাড়া খাটতো। সকালে বিল থেকে ধান বোঝাই করে ট্রাক্টর নিয়ে সড়কে উঠার সময় ট্রাক্টরটি উল্টে পড়ে যায়। এতে ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালক আরমান মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও নিহতের অভিভাবকদের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত না করেই মরদেহটি নিহতের ন্বজনদের কাছে হস্তান্তর করা হয়। আরমান মোল্লা ছোট বেলা থেকেই তার নানা ওমর শেখের বাড়ীতে বাস করতো।