নাটোর প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুড়িকাঘাতে শিল্পি বেগম (৫০) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে শিল্পি বেগমের বোন লাভলি বেগম। নিহত শিল্পি বেগম চৌগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মৃত ইদ্রীস আলী মন্ডলের স্ত্রী। আজ রবিবার সকালে উপজেলার চৌগ্রাম বেলঘড়িয়া গ্রামে এই ঘটনাটি ঘটে। আহত লাভলি বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সেলিম রেজা ও এলাকাবাসী জানান, চৌগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম রবির সাথে শিল্পি বেগমের একটি জমি নিয়ে দীর্ঘ দিন ধরেই বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ন জমিতে আজ সকালে রবি সহ তার সহযোগীরা ওই জমিতে ধান রোপন করতে আসে। এ সময় শিল্পি ও লাভলি তাদের নিষেধ করলে তাদের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এরই এক পর্যায়ে রবির সহযোগিরা শিল্পি বেগমের পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় লাভলি বেগম তাকে বাঁচাতে গেলে তারা লাভলি বেগমকে মারপিট করে। পরে তাদের আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে রবি সহ অন্যান্যরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা শিল্পি বেগম ও লাভলি বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক লিল্পি বেগমকে মৃত ঘোষনা করে। আহত লাভলি বেগম চিকিৎসাধীন রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহটি ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।