নাটোরের সিংড়ায় জুয়া খেলার আসর থেকে ইউনিয়ন আওয়ামীলীগ ও শ্রমিক লীগের সহসভাপতি সহ ৩২ জন জুয়ারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় জুয়া খেলার নগদ ২ লাখ ৩ হাজার ২৯৮ টাকা ও ৭ সেট তাস উদ্ধার করা হয়। গতরাতে সিংড়া উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের একটি ক্লাব ঘর থেকে তাদের গ্রেফতার করে আজ রবিবার দুপুরে নাটোরের পুলিশ সুপারের কার্যালয়ে হাজির করে প্রেস ব্রিফিং করেন পুলিশ সুপার লিটন কুমার সাহা।
পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের করচমারিয়া সবুজ সংঘ ক্লাবে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় নগদ ২ লাখ ৩ হাজার ২৯৮ টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ ৩২ জনকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়।