নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরের সিংড়ায় বালি বহনকারী ট্রাক্টরেরর চাপায় আইয়ুব আলী নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম বাসষ্ট্যান্ড এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে। নিহত শিক্ষক আইয়ুব আলী উপজেলার ডাহিয়া ইউনিয়নের আয়েশ গ্রামের আকবর আলী হাজীর ছেড়ে ও চৌগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক।
নিহতের পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মত সোমবার কর্মস্থলে যাওয়ার জন্য বাড়ী থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়। পথে চৌগ্রামের জামতলী গামী একটি ট্রাক্টর মোটরসাইকেল আরোহী আইয়ুব আলীর মোটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাটি স্থানীয়রা দেখতে পেয়ে আহত অবস্থায় আইয়ুব আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক্টরটি জব্দ করেন এবং ট্রাক্টরের চালক শাকিল আহমেদকে আটক করে।
এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর-এ-আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাক্টরের চালককে ট্রাক্টর সহ আটক করা হয়েছে। তবে নিহতের পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকায় মরদেহটি ময়না তদন্ত না করেই নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।