নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় বাপ্পী ওরফে কনক নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ সময় আল আমিন নামের অপর এক আরোহী আহত হয়েছে। আহত আল আমিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে নাটোর-বগুড়া মহাসড়ক নিংগুইন বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত বাপ্পী ওরফে কনক সিংড়া উপজেলার কৃষ্ণপুর নওদাপাড়ার জনাব আলীর ছেলে ও আহত আল আমিন একই এলাকার জিন্নাহ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার বগুড়া -নাটোর মহাসড়কের নিঙ্গুইন আমিনা ফিলিং স্টেশনের পশ্চিমে শুটকির আড়ৎ সংলগ্ন বামিহাল থেকে নাটোরগামী মুক্ত বলাকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস শেরকোল থেকে সিংড়াগামী মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের থাকা কৃষ্ণপুর নয়দাপাড়া এলাকার বাপ্পী ওরফে কনক ও আল আমিনকে গুরুতর আহত হয়। ঘটনাটি স্থানীয়রা দেখতে পেয়ে আহত অবস্থায় তাদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক বাপ্পী ওরফে কনককে মৃত ঘোষণা করেন। আহত আলামিনের অবস্থাও সংকটাপন্ন। তাকে সেখানে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়। পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি পুলিশী হেফাজতে নেয় তবে বাসের চালক ও তার সহযোগী পালিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মরদেহটি ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।