নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় ৪ুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে। শনিবার প্রিজাইডিং অফিসারদের হাতে এই সরঞ্জামাদি তুলে দেন উপজেলা রিটার্নিং অফিসার সাইফুল আলম। চতুর্থ ধাপের এই নির্বাচনে সিংড়া উপজেলার ১২টি ইউনিয়নর ১১৯ কেেেন্দ্রর ৭৮৩টি বুথে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। ১২টি ইউনিয়নের মধ্যে ২টিতে চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হওয়ায় ওই দুইটি ইউনিয়নে শুধু সদস্য পদে ভোট হবে। এছাড়া ১০টিতে চেয়ারম্যান পদে ৫২ জন প্রাার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। ১২টি ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৪০২ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন বলে জানান উপজেলানির্বাচন অফিসার সাইফুল আলম। আগামীকাল রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হবে। সেই সঙ্গে বিজিবি র্যাব, পুলিশ এবং আনসার সমন্বয়ে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে পুলিশ এবং আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবে।