নাটোরের সিংড়ায় পুথক দুইটি স্থান থেকে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রয়ে অভিযোগে ৬ জনকে আটক করেছে র্যাব-৫,সিপিসি-২। বুধবার রাতে উপজেলার চৌগ্রাম ও জামতলী বাজার থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৪টি হার্ড ডিক্স সহ ৬টি কম্পিউটার সেট জব্দ করা হয়েছে।
র্যাব জানায়,গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চৌগ্রাম বাজার ও জামতলী বাজারের কয়েকটি কম্পিউটারের দোকানে অভিযান চালায় র্যাবের দুইটি টিম। অভিযানকালে দুইটি স্থানের ৬টি দোকানে তল্লাশী চালিয়ে তাদের কাছ থেকে পর্নোগ্রাফি উদ্ধার এবং দোকান মালিক ৬ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৪ হার্ড ডিক্স সহ ৬ টি কম্পিউটার সেট জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় অর্থের বিনিময়ে এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিকট তারা সেগুলো বিক্রয় এবং সংরক্ষন করতো। আটককৃতদের বিরুদ্ধে ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃতরা হলেন, উপজেলার বড় চৌগ্রামের সামসুল ইসলামের ছেলে রুবলে হোসেন, আব্দুস সামাদের ছেলে সাইফুল ইসলাম,আবুল কাশেমের ছেলে শাহ সুফি,রফিকুল ইসলামের ছেলে জুয়েল,পাকুরিয়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে সাব্বির হোসেন ও গোপাল ঠাকুরের ছেলে রঞ্জন ঠাকুর।