নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়া থেকে একটি বিদেশী পিস্তল,৪ রাউন্ড গুলি,চাইনিজ কুড়াল, হাসুয়া,চাপাতি এবং বেশ কিছু দেশীয় অস্ত্র ও মাদক সহ এবং হত্যা মামলা সহ একাধীক মামলার আসামী মাসুদ রানা রাঙ্গাকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে উপজেলার কৈগ্রামের একটি ইলেকট্রনিকসের দোকান থেকে অস্ত্র সহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাসুদ রানা রাঙ্গা উপজেলার কৈগ্রামের আব্দুল খালেকের ছেলে। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নেয়ামুল ইসলাম জানান বিদেশী পিস্তল ও দেশীয় বিভিন্ন ধররেন অস্ত্র, ইয়াবা ট্যাবলেট সহ মাসুদ রানা রাঙ্গাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত রাঙ্গার বিরুদ্ধে সিংড়া থানায় হত্যা,ডাকাতি,চুরি,ছিনতাই , মাদক ও সন্ত্রাসী কার্যকলাপে একাধীক মামলা রয়েছে। এছাড়াও আরো বিভিন্ন থানায় তার নামে মামলা রয়েছে। সে দীর্ঘ দিন ধরেই পলাতক ছিল। মাঝে মাঝে এলাকায় বের হয়ে বিভিন্ন অপকর্ম চালাতো। এই মাসুদ রানা রাঙ্গাকে গ্রেফতারের ঘটনায় বেলা ১১ টার দিকে সিংড়া থানাতে সাংবাদিকদের তাকে উপস্থিত করে এক প্রেস ব্রিফিং করা হবে। সেই ব্রিফিং থেকে রাঙ্গার বিষয়ে বিস্তারিত বলা হবে। প্রাথমিক ভাবে জানা গেছে রাঙ্গা কৈগ্রামের মোস্তফা হত্যা মামলার এজাহারভুক্ত আসামী।