নিজস্ব প্রতিবেদক:
দেশকে ভালোবাসি তাই সবসময় দেশকে পুষ্প দিয়ে সাজিয়ে রাখতে মন চায়। নিজে স্বপ্ন দেখি এই দেশ একদিন ফুলের মত সুন্দর হবে। তাই তিনি সময় সুযোগ পেলেই ফুল গাছ লাগানোর চেষ্টা করেন। সেই ইচ্ছে থেকেই নাটোরের বনবেলঘড়িয়া বাইপাস থেকে নাটোর স্টেশন বাজার পর্যন্ত সড়কের ডিভাইডার সজ্জিত করতে ফুল গাছ রোপন করা শুরু করেছেন নাটোর জেলা চামড়া ব্যাবসায়ী সমিতির সভাপতি শরিফুল ইসলাম শরিফ। আর এই উদ্দ্যোগের সাথে একাত্বতা জানিয়ে পাশে এসেছেন নাটোর জেলা চামড়া ব্যবসায়ী গ্রুপ। আজ রবিবার দুপুরে শহরতলীর বনবেল ঘড়িয়া বাইপাশ মোড় হতে নাটোর রেলগেট পর্যন্ত শহরের সৌন্দর্য বর্ধনের উদ্দেশ্য বিভিন্ন ধরনের ফুল গাছের চারা গাছ রোপন করা হয়।
এ সময় আন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন নাটোর জেলা চামড়া ব্যবসায়ী গ্রুপের উপদেষ্টা মঞ্জুরুল ইসলাম হিরু, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মীর নাফিউ ইসলাম অন্তরসহ চামড়া এবং গুড় ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ।
তাদের মূল লক্ষ্য শহরের পুরো সড়কদ্বীপ সৌন্দর্য বর্ধন করার জন্য বিভিন্ন ধরনের ফুলের গাছ রোপন করা।