নিজস্ব প্রতিবেদক:
নাটোরের ৪টি আসনে মনোনয়ন পত্র জমাদান চলছে। আজ বৃহস্পতিবার মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দিচ্ছেন। বেলা দুপুর ১২ টার দিকে নাটোর ২ (সদর ও নলডাঙ্গা) আসনের আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রার্থী শফিকুল ইসলাম শিমুল মনোনয়ন পত্র জমা দিয়েছেন। জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নাছের ভূঁঞার হাতে তার মনোনয়ন পত্র জমা দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডঃ সিরাজুল ইসলাম, সহ-সভাপতি উমা চৌধুরি জলি, যুগ্ম সম্পাদক মালেক শেখসহ দলীয় নেতা কর্মিরা।
জমাদান শেষে শিমুল বলেন, আওয়ামী লীগের নৌকা প্রতিকের মনোনয়ন দেয়া হয়েছে। জেলা আওযামী লীগের নেতাকর্মিদের সাথে নিয়ে মনোনয়ন দাখিল করেছেন। প্রধানমন্ত্রীর উন্নয়ন অব্যাহত রাখতে জনগন আবারো ভোট দিয়ে নৌকাকেই বিজয়ী করবেন। নাটোরে বিভিন্ন সংগঠন থেকে মনোনয়ন পত্র দাখিল করেছে। আমরা চাই প্রতিদ্বন্দ্বিতা পূর্ন্য নির্বাচন। সকল দলের অংশ গ্রহনের মাধ্যোমে শান্তি পূর্ন্য একটি নির্বাচন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা বিপুল ভোটে নিবাচিত হবেন বলে আশা করেই এই প্রার্থী।
এছাড়া এখন পর্যন্ত জেলার মোট ৪টি আসনে ৪১জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। নাটোর-০১ লালপুর-বাগাতিপাড়া) আসনে-১৫ জন, নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে- ৭ জন, নাটোর-০৩ (সিংড়া) আসনে- ১১জন ও নাটোর-৪ (বড়াইগ্রাম- গুরুদাসপুর) আসনে ৮ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।