নাটোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে পুড়ে গেল হক মিয়া ও আব্দুর রহিম নামের দুই কৃষকের স্বপ্নের গরুর খামার। আগুনে পুড়ে গেছে খামারের দুইটি ঘর, চারটি গরু ,বেশ কয়টি ছাগল ও একটি অটোরিকশা। এ দূর্ঘটনায় প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ কৃষকরা। গতরাতে সদর উপজেলার রাজাপুর কামারদিয়ার গ্রামে অগ্নিকান্ডটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।
নাটোর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আসাদুজ্জামান ও এলাকাবাসী জানান, গতরাতে আনুমানিক একটার দিকে স্থানীয় কৃষক হক মিয়া ও আব্দুর রহিমের খামারের আগুন দেখা দেয়। ঘটনাটি এলাকাবাসী দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয় এবং নিজেরাই আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করেন। এরই মধ্যে আগুন ছড়িয়ে পড়ে দুইটি খামারই জ্বলতে শুরু করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। পরে তাদের খামারের ভিতরে থাকা গরুর মধ্যে থেকে চারটি বড় গরু ,কয়েকটি ছাগল এবং একটি অটো রিক্সা পুড়ে ভস্মিভুত হয়ে যায়। প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ কৃষকরা। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে খামারে থাকা অটো রিক্সাটির চার্জ দেওয়া লাইন থেকেই এই আগুনের সুত্রপাত হয়েছে।