নিজস্ব প্রতিবেদক:
নাটোরে অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শনিবার দুপুরে বড়াইগ্রাম উপজেলার ধানাইদহ হক অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে প্রতিষ্ঠানের ২৬১ জনকে শিক্ষা সামগ্রী দেওয়া হয়। এর আগে ধানাইদহ হক অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এ কে এম লুৎফুল হকের সভাপতিত্বে অভিভাবক সমাবেশ ও শিক্ষা সামগ্রী বিতরনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মরিয়াম খাতুন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডাঃ জাহেদুল ইসলাম,বিদ্যালয়ে অ্যাডভাইজার আশরাফুজ্জামান রাসেল। শিক্ষা সামগ্রীর মধ্যে ছিল স্কুল ব্যাগ,পানির পট,স্কেল, পেন্সিল, কলম ও রুল কাটার।