নিজস্ব প্রতিবেদক:
নাটোরে অনিবন্ধিত অবৈধ বেসরকারি ক্লিনিক ও হাসপাতাল বন্ধ করতে অভিযানে নেমেছে জেলা স্বাস্থ্য বিভাগ। আজ বেলা সাড়ে ১১ টার সিভিল সার্জন অফিসের পক্ষ থেকে এই অভিযান শুরু হয়।
নাটোরের সিভিল সার্জন ডাঃ রোজি আরা খাতুন জানান, জেলায় মোট ১৭০ টি ক্লিনিক, হাসপাতাল, ডায়াগনোস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংক রয়েছে। এরমধ্যে বৈধ কাগজ পত্র না থাকায় ১২ টি প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে অবৈধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সরকারের সিদ্ধান্ত মোতাবেক অবৈধ হাসপাতাল,ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টারগুলো বন্ধ করতে অভিযান চলছে। অবৈধ প্রতিষ্ঠানগুলো বন্ধ করতে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ হাসানের নেতৃত্তে স্বাস্থ্য বিভাগ কাজ শুরু করেছে। অবৈধ প্রতিষ্ঠানগুলোকে সীলগালা করে দেওয়া হচ্ছে।
নাটোর জেলা ক্লিনিক মালিক এসোশিয়েশনের সাধারন সম্পাদক আব্দুল আওয়াল রাজা বলেন, জেলায় দেড় শতাধিক ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার রয়েছে। এরমধ্য মাত্র ৭০ জন মালিক এই এসোশিয়েশনের সদস্য। প্রকৃত বৈধ মালিকদের একটা প্রতিষ্ঠান তৈরি করতে শ্রম দিতে হচ্ছে অথচ অবৈধ ক্লিনিক মালিকরা একটি বাসা ভাড়া নিয়েই সাইনবোর্ড ঝুলিয়ে দিয়ে দালালের মাধ্যমে ব্যাবসা শুরু করছে। তাদের অত্যাচারে বৈধ মালিকরা বিড়ম্বনায় পড়ছে। অনেক ডায়াগনোস্টিক সেন্টার রয়েছে যাদের কিছুই নাই তারা একটি ঘর ভাড়া নিয়ে ব্যাবসা শুরু করে বসে আছে। কোন নিয়মনীতিই মানেনা তারা। তাদের আত্মীয় স্বজনদের স্বাস্থ্য পরিক্ষা করায় আমাদের ডায়াগনোস্টিক সেন্টার থেকে আর দালালের মাধ্যমে রোগী ধরে নিয়ে গিয়ে মানুষের সাথে প্রতারনা করছে। এই সকল অবৈধ সকল ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনোস্টিক সেন্টার একেবারে বন্ধ করে দেওয়া উচিৎ।