নিজস্ব প্রতিবেদক
নাটোরের অবিসংবাদিত নেতা প্রয়াত সাবেক এমপি শংকর গোবিন্দ চৌধুরীর পত্নি বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ খিৃষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার প্রয়াত সদস্য অনিমা চৌধুরী ও স্বপন দাসের স্মরন সভা ও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠি হয়েছে। আজ শুক্রবার নাটোরেরর রাণী ভবানী রাজবাড়ীস্থ আনন্দময়ী কালীবাড়ী মন্দির চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের আয়োজনে এই স্মরন সভায় প্রধান অতিথি ছিলেন প্রয়াত অনিমা চৌধুরী কন্যা নাটোর পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি উমা চৌধুরী জলি।
জেলা হিন্দু,বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি চিত্তরঞ্জন সাহার সভাপতিত্বে ও অ্যাডভোকেট খগেন্দ্র নাথ রায়ের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা হিন্দু,বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক সুব্রত সরকার,বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর অলোক কুমার মৈত্র, রনেন রায় প্রমুখ। পরে একই মঞ্চে জেলা হিন্দু,বৌদ্ধ খিৃষ্টান ঐক্য পরিষদ নাটোর জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।