নিজস্ব প্রতিবেদক
নাটোরে অবৈধ অস্ত্র রাখার একটি মামলায় দুই যুবককে ১৪ বছর করে কারাদন্ড দিয়েছে আদালত। দন্ডপ্রাপ্তরা হলেন, নলডাঙ্গা উপজেলার সরকুতিয়া গ্রামের রমজান আলীর ছেলে শহিদুল ইসলাম (২০) এবং একই এলাকার লোকমান সরদারের ছেলে বাবু সরদার (২০)।
আজ মঙ্গলবার দুপুরে যুগ্ম জেলা জজ আদালতের বিচারক রুবাইয়া ইয়াসমিন এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, ২০০৪ সালের ৩০ এপ্রিল নলডাঙ্গা উপজেলার সরকুতিয়া গ্রামের শহিদুল ইসলামের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে পলিথিন দিয়ে মোড়ানো লোহার তৈরী সার্টার গান উদ্ধারসহ শহিদুল ইসলাম এবং বাবু সরদারকে আটক করা হয়। এঘটনায় মামলা দায়ের করে পুলিশ। দীর্ঘদিন মামলার সাক্ষ্য প্রমাণ শেষে মঙ্গলবার বিকেলে স্পেশাল ট্রাইব্যুানাল-৪ এবং যুগ্ম জেলা জজ আদালতের বিচারক রুবাইয়া ইয়াসমিন আসামী দুই যুবককে ১৪ বছর করে কারাদন্ডের নির্দেশ দেন। রায়ের সময় বাবু সরদার আদালতে উপস্থিত ছিলেন কিন্তু শহিদুল ইসলাম পলাতক রয়েছে।