নাটোরে অভ্যন্তরীণ ধান চাল ও গম সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। আজ সোমবার নাটোরের খাদ্য গুদামে এই সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রেজাউল করিম। সংগ্রহকালে সংসদ সদস্য শিমুল সরবরাহকারী কৃষকদের উদ্দেশ্যে বলেন, গুনগতমান বজায় রেখে গুদামে খাদ্য সরবরাহ করতে হবে-যাতে করে সংরক্ষণে মান অক্ষুন্ন থাকে। সংগৃহীত খাদ্যই পরবর্ত্তীতে সরকার বিভিন্ন সরকারী খাদ্য সহায়তা কর্মসূচী এবং দূর্য়োগ মোকাবেলায় ব্যবহার করা হয়। তাই জনস্বার্থেই গুণগতমানের খাদ্য সরবরাহ করা উচিৎ।
চলতি বছর জেলায় ২৮ টাকা কেজি দরে পাঁচ হাজার ১২৪ টন গম, ২৬ টাকা কেজি দরে এগারো হাজার ২০৬ টন ধান, ৩৬ টাকা কেজি দরে ৫৯১ টন সিদ্ধ চাল এবং ৩৫ টাকা কেজি দরে এক হাজার ২৪৬ টন আতব চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ৩০ জুন পর্যন্ত গম এবং ৩১ আগষ্ট পর্যন্ত ধান ও চাল সংগ্রহ কার্যক্রম চলবে।