নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুর থেকে আগ্নেয়াস্ত্র সহ বাবলু প্রমানিক (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-৫। আজ বুধবার বিকেলে উপজেলার পার গুরুদাসপুর গ্রাম থেকে তাকে অস্ত্র সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাবলু প্রামানিক উপজেলার সাবগাড়ী গ্রামের ময়েজ উদ্দিন প্রামানিকের ছেলে।
র্র্যাব-৫ সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার মোঃরাজিবুল আহসান জানায়, গোপন সংবাদের ভিত্তিতর গুরুদাসপুর উপজেলার পার-গুরুদাসপুর গ্রামে অভিযান চালিয়ে বাবলু প্রামানিককে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে স্টীলের তৈরী একটা পাইপ গান, একটি চাপাতি, একটি চাইনিজ কুড়াল,একটা চাকু ও তার ব্যবহৃত একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত বাবলু প্রামানিক জানায়, তাঁর স্ত্রী ৪ সন্তানের জননী মোছাঃ আলেয়া বেগম (৩৬)কে তার দুর সম্পর্কের আত্মীয় জাহিদ হাসান কিছু দিন পূর্বে রাতের অন্ধকারে পালিয়ে নিয়ে গিয়ে বিবাহ করে। সেই জন্য সে জাহিদকে হত্যা করার উদ্দেশ্যে জব্দকৃত আলামতসহ ঘটনাস্থলে অবস্থান করছিল।