নাটোর প্রতিনিধি:
নাটোরে আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে ১১ টি পদে নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে একটানা বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত সমিতির ৩০০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
নির্বাচনে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের নেতৃত্বে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনিত প্যানেলের সভাপতি পদে অ্যাডভোকেট প্রসাদ কুমার তালুকদার ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মালেক শেখ সহ ৬ টি পদে বিজয়ী হয়েছেন। এ প্যানেলে অন্যান্য পদে যারা বিজয়ী হয়েছেন তারা হচ্ছেন সিনিয়র সহ-সভাপতি পদে এস এম নাজমুল ইসলাম, নিরীক্ষণ সম্পাদক মুনজুরুল আলম, সাহিত্য ও প্রকাশনা সাধন কুমার দাস এবং আপ্যায়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে হাফিজুর রহমান। অপরদিকে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্যানেল থেকে জুনিয়র সহ-সভাপতি পদে এস এম লুৎফর রহমান রাব্বানী, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ মাহমুদ মিঠু, কোষাধ্যক্ষ পদে মোস্তাফিজুর রহমান রিপন এবং পাঠাগার সম্পাদক পদে সাইদুল ইসলাম বিজয়ী হয়েছেন। মহিলা সম্পাদিকা পদে দুটি প্যানেলের প্রার্থীর সমান ভোট পড়ায় তা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।
নির্বাচনে ১৪৯ ভোট পেয়ে সভাপতি পদে অ্যাডভোকেট প্রসাদ কুমার তালুকদার বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রুহুল আমিন তালুকদার টগর পেয়েছেন ১৩৬ ভোট। সাধারণ সম্পাদক পদে ১৮২ ভোট পেয়ে অ্যাডভোকেট মালেক শেখ বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী শরীফুল ইসলাম মুক্তা পেয়েছেন ১০২ ভোট।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দ্বায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট খগেন্দ্র নাথ রায়। ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যরা হচ্ছেন অ্যাডভোকেট সিরাজুল ইসলাম (১), অ্যাডভোকেট সাহেদ মোহম্মদ টিটু, অ্যাডভোকেট সাইদুর রহমান সৈকত ও অ্যাডভোকেট শাহানা আফরোজ শিল্পী।