নিজস্ব প্রতিবেদক:
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জালিয়াতির মাধ্যমে নাটোরে একটি বিদ্যালয়ে শিক্ষক-কর্মচারি নিয়োগ ও ভুয়া জমিদাতা সেজে প্রতারনার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী সহ প্রকৃত জমিদাতার পরিবারের সদস্যরা। আজ বেলা ১১টার দিকে নাটোর সদর উপজেলার মাটিকোপা উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তারা অভিযোগ করে বলেন ,অবৈধ ভাবে গঠিত ম্যানেজিং কমিটির বিরুদ্ধে শিক্ষক কর্মচারি নিয়োগে নিষেধাজ্ঞা জারি করে নাটোরের সিনিয়র সহকারি জজ আদালত। কিন্তু আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রতারনার মাধ্যমে বিদ্যালয়ে ৫ জন শিক্ষক-কর্মচারি নিয়োগ দিয়ে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়েছে ম্যানেজিং কমিটি। সেখানে প্রকৃত চাকুরী প্রার্থীরা চাকুরী বঞ্চিত হয়েছে। অবিলম্বে ঘটনার সুষ্ট তদন্ত করে সঠিক ব্যবস্থা গ্রহণের দাবী জানান এলাকাবাসী ও চাকরি প্রার্থীরা। মানববন্ধনে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সদস্য আব্দুল হাই, শিক্ষক হারুনুর রশিদ সহ এলাকার বিভিন্ন স্তরের মানুষ।