নিজস্ব প্রতিবেদক
“নিয়ম মেনে অবকাঠামো গড়ি জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি” এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার বেলা ১১ টার দিকে শহরের মাদ্রাসা মোড় থেকে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ও জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজের নেতৃত্বে এক শোভাযাত্রা বের করা হয়। ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বের করা শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট ভবন চত্বরে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রতœা আহমেদ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, সিভিল সার্জন ডাঃ আজিজুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার বানুসহ জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। এর আগে শিশু একাডেমিতে চিত্রাংকন ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উদ্যোগে দিঘাপতিয়া এমকে অনার্স কলেজে ভূমিকম্প ও অগ্নিকান্ডে করণীয় বিষয়ে মহড়া অনুষ্ঠিত হয়।