নাটোর প্রতিনিধি:
নাটোরে“দূর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব” এই প্রতিপাদ্য নিয়ে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার দৃপ্ত শপথে মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার জেলা প্রশাসনের সহায়তায় ও দূর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) জেলা শাখার আয়োজনে কালেক্টরেট ভবনের সামনে এক মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। মানববন্ধনে জেলা প্রশাসক শামীম আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ার দুপ্রক জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ সাইফুর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ সুবিধ কুমার মৈত্র অলোক, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন সহ কর্মকর্তাবৃন্দ। এ সময় শিক্ষার্থী, বিএনসিসি, রোভার সদস্যসহ বিভিন্ন পেশাজীবীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে দেশ। দেশের এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে দূর্নীতি রোধ করতেই হবে। শুধু আর্থিক অনিয়মই নয়, দায়িত্বে অবহেলাও দুর্নীতি। আমাদের সবাইকে দুর্নীতির বিরদ্ধে সেচ্চার হতে হবে।