নাটোর প্রতিনিধি: “কমলা রঙের বিশ্বে নারী বাধার পর দিবেই পারি” এই প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষ্যে নাটোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে নাটোর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এই কর্মসুচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন নাটোর-নওগাঁ সংরক্ষিত আসনের সংসদ সদস্য রতœা আহমেদ, নাটোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা খাতুন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক ফরিদা পারভীনসহ বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, দেশে ধর্ষনের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। ধর্ষকদের হাত থেকে শিশু,কিশোরী এমনকি বয়স্ক নারীরাও রেহায় পাচ্ছেন না। দেশে মাদক সেবীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে সমাজের এই অবক্ষয় বলে মনে করেন তারা। এজন্য শুধু প্রশাসন নয় সমাজের সকল শ্রেনীর মানুষকে একত্রিত হয়ে এদের প্রতিহত করতে হবে।