আলোচনা সভার মধ্যে দিয়ে নাটোরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র যৌথ আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শামীম আহমেদ,জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়াটার) আসাদুজ্জামান আসাদ, জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দসহ কর্মকর্তাবৃন্দ। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপ-আনুষ্ঠানিক শিক্ষা বোর্ড সহকারী পরিচালক জালালুম বাইদ সহ বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তাবৃন্দ।