নাটোরে একটি কৃষি জমিতে ড্রেন কাটার সময় পরিত্যাক্ত অবস্থায় রাইফেলের ৩৭৯ টি গুলি উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বেলা সাড়ে ১০ টার দিকে সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের আয়নাল হকের জমি থেকে গুলিগুলো উদ্ধার করা হয়। পরে সেগুলো থানা হেফাজতে রাখা হয়েছে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন ও স্থানীয়রা জানান, স্থাণীয় কৃষক আয়নাল হকের কৃষি জমটি আফাজ উদ্দিন বর্গা নিয়ে চাষাবাদ করছিলো। কৃষি জমি থেকে পানি নিস্কাশনের জন্য ড্রেন কাটতে শ্রমিক নেন তিনি। শ্রমিকরা ড্রেন কাটার সময় সেখান থেকে রাইফেলের কয়েকটি পরিত্যাক্ত গুলি উদ্ধার করে। পরে এভাবে শ্রমিকদের কোদালে মাটির সাথে আরো গুলি উঠতে গেলে বিষয়টি পুলিশকে জানালর পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছ উদ্ধাকৃতকৃত গুলিগুলো ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ের।