নিজস্ব প্রতিবেদক:
নাটোরে ২৪ কেজি ৩০০ গ্রাম শুকনো গাঁজাসহ লিটন মিয়া নামে এক মাদক ব্যবসায়ী আটক করেছ র্যাব-৫ এর সদস্যরা। এ সময় তার ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়। আটক লিটন মিয়া লালমনিরহাট জেলার গোকুন্ডা থানার সাইদুল ইসলাম ওরফে লড্রি সাইদুলের ছেলে। সোমবার নাটোর পুরাতন বাসষ্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক ও মালামাল জব্দ করা হয়।
র্যাব-৫ সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিঃ পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার র্যাব-৫ এর একটি দল নাটোর-বগুড়া মহাসড়ক সংলগ্ন শহরের পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায় চেকপোষ্ট বসিয়ে অভিযান পরিচালনা করে। অভিযানকালে একটি সাদা রংয়ের মাইক্রোবাসে তল্লাশি করা হয়। তল্লাশিকালে ওই মাইক্রোবাস থেকে ২৪ কেজি ৩০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার ও মাইক্রোবাসের চালক মাদক ব্যাবসায়ী লিটন মিয়াকে আটক করা হয়। এ সময় তার মাইক্রোবাসটিও জব্দ করা হয়। আটক লিটন মিয়া জিজ্ঞাসাবাদে জানায়, সে ওই গাঁজা লালমনিরহাট জেলার সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে পরিবহন করছিল। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে নাটোর সদর থানায় সোপর্দ করা হয়েছে।