নাটোরে একদিনে নতুন করে পুলিশ ও সাংবাদিক সহ ৮৫ জন করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৬২৯ জন সনাক্ত। এরমধ্যে সুস্থ্য হয়েছে ২৬৬ জন। আজ শুক্রবার রাতে ঢাকার ল্যাব থেকে নাটোরের সিভিল সার্জন অফিসে ৮৫ জন সনাক্তের এই তথ্য পাঠানো হয়। নাটোরের সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান জানান, গত ২৮ জুলাই,৩ আগষ্ট ও ৫ আগষ্টের পাঠানো নমুনার ফলাফল রাতে তারা ই-মেইলের মাধ্যমে পেয়েছেন।
এরমধ্যে জেলার বিভিন্ন উপজেলার ৮৫ জন করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। এখনো কিছু নমুনা রয়েছে যার ফলাফল পাওয়া যায়নি। আজকের পজেটিভ রিপোর্ট পাওয়ার পর থেকে সনাক্তদের সাথে যোগাযোগ করছেন। সকল আক্রান্ত ব্যক্তিদের মোবাইল ফোনের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। আগামিকাল সকালে আক্রান্ত ব্যক্তিদের বাড়ী লকডাউনের ব্যবস্থা করা হবে। তবে অধিকাংশ আক্রান্ত ব্যক্তিদের শরীরে করোনা ভাইরাসের কোন লক্ষন দেখা যায়নি। তারা নিজ ইচ্ছায় তাদের নমুনা দিয়েছেন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে একজন সাংবাদিক সহ বেশ কয়েকজন পুলিশ সদস্য রয়েছে।