নাটোরে এক মানব পাচারকারী ও এক ধর্ষককে গ্রেফতার করেছে র্যাব-৫এর একটি অপারেশন দল। র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর সানরিয়া চৌধুরী জানান, সোহরাব হোসেন ও মোহাম্মদ আলী নামের দুই ব্যক্তি সিংড়ার শেরকোল কাচারীপাড়া গ্রামের জনৈকা মহিলার ১৫ বছরের এক মেয়েকে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে অপহরণ করে। পরে মেয়েটিকে পাচারের উদ্দেশ্যে সদর থানার বাকরোম উত্তরপাড়া এলাকায় ছানোয়ার ইসলামের বাড়ীতে আটকে রাখে।
এসময় ছানোয়ার তাকে একাধিক বার ধর্ষণ করে। এ ঘটনায় মেয়ের মা বাদী হয়ে সিংড়া থানায় মামলা দায়ের করলে অভিযানে নামে র্যাব। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানী উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেনের নেতৃত্বে র্যাব-৫এর একটি অপারেশন দল গতকাল সোমবার রাতে নাটোর সদর থানার বাকরোম উত্তর পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে মানব পাচারকারী সোহরাব হোসেন ও ধর্ষক ছানোয়ার ইসলামকে গ্রেফতার করা হয়। এ সময় মোহাম্মদ আলী নামে অপর এক অভিযুক্ত পালিয়ে যেতে সমর্থ হয়। গ্রেফতারকৃত সোহরাব হোসেন সদর উপজেলার বাকরোম উত্তর পাড়া এলাকার মৃত নুর মোহাম্মদ প্রামাণিকের ছেলে এবং ছানোয়ার ইসলাম একই এলাকার মৃত সেকেন্দার প্রামানিকের ছেলে।