নিজস্ব প্রতিবেদক:
নাটোর ১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি শহিদুল ইসলাম বকুলের ব্যক্তিগত সহকারী (পিএস) তানসেন হিমেল ও তার সহযোগিরা আব্দুল করিম নামে স্থানীয় এক ব্যাক্তিকে বেঁধে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। এ সময় তাকে বাঁচাতে আসলে তার স্ত্রীকেও মারধর করা হয়। আর সেই মারপিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। তবে সাবেক এমপির পিএস তানসেন হিমেল তার বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করেন। এ ঘটনায় বাগাতিপাড়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভক্তভোগীর স্ত্রী তাহমিনা খাতুন।
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বেনজির আহমেদ ও ভক্তভোগীর স্ত্রী তাহমিনা খাতুন জানান,পূর্বশক্রতার জের ধরে গত ১৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কৈচরপাড়া গ্রামের আব্দুল করিম তার আম বাগানে কাজ করছিলেন। এ সময় তানসেন হিমেল ও তার সহযোগিরা আম বাগানে আব্দুল করিমকে রশি দিয়ে বেঁধে রেখে এলোপাথারি মারপিট করে। এ সময় তাকে বাঁচাতে তার স্ত্রী এগিয়ে এলে তাকেও মারপিট করে তারা। তাদের মারপিটে রক্তাক্ত জখম হলে তাদের ফেলে রেখে চলে যায় তানসেন হিমেল ও তার সহযোগীরা। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় গতকাল ২১ সেপ্টেম্বর শনিবার তানসেন হিমেল ও তার সহোদর নিউটন মিয়াসহ ৪ জনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী আব্দুল করিমের স্ত্রী তাহমিনা খাতুন। দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।