নাটোরে এশিয়ান টিভির ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় একটি রেষ্টুরেন্টে গিয়ে শেষ হয়। সেখানে কেক কেটে এশিয়ান টিভির প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ উদ্বোধন করেন নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি। পরে এশিয়ান টিভির নাটোর প্রতিনিধি এনামুর রহমান চিনুর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্তজা আলী বাবলু,দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস,নাটোর প্রেসক্লাবের সাধারন সম্পাদক বাপ্পী লাহিড়ী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চুন্নুসহ সাংবাদিক নেতৃবৃন্দ। এ সময় বক্তারা টিভি চ্যানেলটির উত্তরোত্তর অগ্রগতি কামনা করে বলেন একটি টিভি চ্যানেলের আকর্ষণীয় অনুষ্ঠানমালার জন্য দর্শকপ্রিয়তা বাড়ে। এছাড়া চ্যানেলটিতে শিক্ষার্থীদের জন্য শিক্ষামুলক একটি অনুষ্ঠান প্রচারের ব্যবস্থা করারও আহবান জানান।