নাটোর প্রতিনিধি:
মুজিব শতবর্ষে বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে নাটোরে ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস পালিত হয়েছে। আজ রবিবার সকালে জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসটির সূচনা করেন। পরে সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন ও দোয়া ,নিরবতা পালন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর-নওগাঁ সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান সহ আওয়ামীলীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মিরা।
এ ছাড়াও দিবসটি উপলক্ষ্যে সিংড়ায় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, নাটোরে জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ, গুরুদাসপুরে সংসদ সদস্য আব্দুল কুদ্দুস ও বাগাতিপাড়ায় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল বিভিন্ন কর্মসুচি পালন করেন।