নাটোরে করোনা ভাইরাস সংক্রমন রোধে সচেতনতা সৃষ্টিতে র্যাব-৫ নাটোর ক্যাম্পের পক্ষ থেকে টহল ও মাইকিং করা হয়েছে। আজ রবিবার সকাল ১০ টার দিকে র্যাব-৫ নাটোর সিপিসি-২ এর ক্যাম্প কমান্ডার রাজিবুল আহসান ও এস এম জামিল আহমেদের নেতৃত্বে র্যাব সদস্যরা জন সচেতনতা সৃষ্টিতে ক্যাম্প থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়কে টহল দেয়। এ সময় তারা জনগণকে ঘরে থাকার জন্য আহবান জানিয়ে মাইকিং করে।