নিজস্ব প্রতিবেদক:
উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে নাটোরে কৃষি শুমারী শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকালে বাড়ি বাড়ি গিয়ে কৃষি শুমারীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ। পরে এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজের সভাপতিত্বে সভায় জানানো হয়, দেশের অর্থনীতি তথা সমগ্র দেশের আয়ের মূল চালিকা শক্তি হচ্ছে কৃষি। জিডিপি’তে বর্তমানে বৃহত্তর কৃষির সমন্বিত অবদান শতকরা ১৩.৩১ ভাগ এবং মোট শ্রম শক্তির শতকরা ৪০ ভাগের বেশী কৃষিতে নিয়োজিত। কৃষির উপর নির্ভর করে দেশের অর্থনৈতিক অগ্রগতি চলমান রয়েছে। এ কারনে জাতীয় উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে কৃষি খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল ইসলাম, পৌর মেয়র উমা চৌধুরী জলি, জেলা পরিসংখ্যান অফিসের উপ পরিচালক দিলীপ কুমার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বেলাল হোসেন।