নাটোর প্রতিনিধি:
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে নাটোরে ৮ ফেব্রুয়ারি থেকে টিকাদান কর্মসূচী শুরু হতে যাচ্ছে। আজ শুক্রবার সকালে জেলায় চার হাজার ৮০০ এম্পুল কোভিড-১৯ টিকা পৌঁছেছে।
সিভিল সার্জন কার্যালয়ে টিকাগুলো গ্রহন করেন ভ্যাকসিন ব্যবস্থাপনা ট্যাস্কফোর্স নাটোর জেলা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোরের সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার তারেক যুবায়েরসহ ট্যাস্কফোর্স কমিটির সদস্যবৃন্দ। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস্ এর ফ্রিজার ভ্যান থেকে চারটি কার্টুনে টিকাগুলো হস্তান্তর করেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস্ এর আঞ্চলিক ব্যবস্থাপক আসলাম হোসেন।
সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান জানান, চার হাজার ৮০০ এম্পুল ভ্যাকসিনে ৪৮ হাজার ব্যক্তিকে টিকা দেওয়া সম্ভব হবে। পর্যায়ক্রমে আরো টিকা আসবে। আগামী ৮ ফেব্রুয়ারি নাটোস সদর হাসপাতালে টিকাদান কর্মসূচী শুরু হবে। এরআগে টিকা প্রদানকারী নার্স ও সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ প্রদান করা হবে।
জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ বলেন, কোভিড-১৯ স্বাস্থ্য ব্যবস্থাপনা জেলা কমিটির সভায় জেলায় টিকা প্রদানের অগ্রাধিকার তালিকা প্রণয়ন করে অচিরেই নিবন্ধন কার্যক্রম শুরু হবে। টিকাদান কর্মসূচী সফল করতে জেলা প্রশাসন স্বাস্থ্য বিভাগকে সাথে নিয়ে কার্যকর সকল পদক্ষেপ গ্রহন করবে।