নাটোরে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৩৫ জন। করোনা শনাক্ত হয়ে মারা গেছে ৪ জন ও উপসর্গ নিয়ে মারা গেছে ৪ জন। নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৯৯ জনের। করোনা ও উপসর্গ নিয়ে সদর হাসপাতালের ভর্তি আছেন ১০৬ জন। সংক্রমনের হার গতদিনের তুলনায় ৫.২৬ শতাংশ বেড়ে হয়েছে ৩৩.৮৩ শতাংশ। জেলায় মোট মৃত্যু ৭০ জন। মোট আক্রান্ত ৫০২৮ জন। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ২৬৬৩ জন। এদিকে ২য় দফায় চলছে সর্বাত্মক কঠোর লকডাউন। লকডাউন সফল করতে জেলা ও পুলিশ প্রশাসনের সদস্যরা মাঠে রয়েছে। জেলা প্রশাসেনর নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে রয়েছেন সেনা বাহিনীর সদস্যরা। জেলার প্রতিটি গুরুত্বপুর্ন মোড়ে মোড়ে পুলিশী তল্লাশী করা হচ্ছে। তবে গত দিনে চেয়ে মানুষের আনাগোনা বেশ বেড়েছে অনেকটাই বেশী। জরুরী প্রয়োজন দোহায় দিয়ে মানুষজন বেড়িয়ে আসছে বাহিরে। কাঁচা বাজারসহ নিত্যপন্যের দোকোনে মানুষের ভীড় ছিলো প্রায় অন্যান্য দিনের মত স্বাভাবিক। তবে নিন্ম আয়ের মানুষজন বলছেন তারা পেটের তাগিদে সরকারী নির্দেশনা অমান্য করে বাহিরে বের হয়েছেন।