নিজস্ব প্রতিবেদক:
নিরাপদ আম ও লিচু গাছ থেকে আহরণ,সংরক্ষণ, বাজারজাতকরণ বিষয়ে প্রস্তুতিমুলক সভা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আবু নাসের ভুঞাঁর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাছুদুর রহমান, পুলিশ পরিদর্শক ফরহাদ হোসেন, উপ পরিচালক (উদ্যান) শামসুর নাহার ভুঁঞা, উপজেলা কৃষি কর্মকর্তা নীলিমা জাহানসহ কর্মকর্তারা। সভা থেকে আম ও লিচুর আহরনের দিন ঠিক করা হয়। নাটোরের বাগান থেকে মোজাফর জাতের লিচু পাড়া হবে ২০ মে,বোম্বাই চায়না ২৭ মে। এছাড়াও বিভিন্ন জাতের আম যেমন গুটি আম ১৫ মে,গোপালভোগ ২৫ মে, রানী পছন্দ ৩০ মে,লক্ষণভোগ ৫ জুন,খিরসাপাত ৩০ মে,ল্যাংড়া ১২ জুন,মোহনভোগ ২০ জুন,হাড়িভাঙ্গা ২৫ জুন, ফজলী ৩০ জুন, আ¤্রপালি ২৫ জুন, মল্লিকা ৫ জুলাই, বারি আম ১০ জুন, আশ্বিনা ২০ জুলাই ও গৌরমতি ২০ আগষ্ট থেরক সংগ্রহ করা হবে।
সভায় জেলা প্রশাসক বলেন, নিরাপদ আম ও লিচু ভোক্তাদের কাছে পৌঁছে দিতে জেলা প্রশাসন সবসময় কাজ করে থাকে। কোন ভাবেই যেন ভোক্তা ক্ষতিগ্রস্থ না হয় সেজন্য মৌসুমি ফল আম ও লিচু পরিপক্ক সহ নিরাপদ ভাবে পৌঁছানো তাদের লক্ষ্য।