নিউজ ডেস্ক :
নাটোরে বড়াইগ্রামের রুস্তুম আলী নামে এক খামারীর বিদেশী জাতের একটি দুধেল গাভীকে দানাদার বিষ মেশানো খড় ও ঘাস খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে। অভিযোগকারী রুস্তুম আলী বড়াইগ্রাম উপজেলার মহিষভাঙ্গা গ্রামের মৃত হযরত আলীর ছেলে। শুক্রবার সকালে উপজেলার মহিষভাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে। এ ব্যাপারে বড়াইগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগকারী ক্ষতিগ্রস্থ রুস্তুম আলী ও তার প্রতিবেশীরা জানান, শুক্রবার ভোরে সেহেরী খাওয়ার পর প্রতিদিনের মত তার খামারের গাভীটিকে গোয়াল ঘর থেকে বের করে বাড়ির আঙ্গিনায় বেঁধে রাখে। পরে গাভীটিকে খড় ও ঘাস খেতে দেয়া হয়। ঘাস খাওয়ার প্রায় ঘন্টা দুয়েক পর গাভীটি বিষ ক্রিয়ায় মাটিতে গড়াগড়ি ও ছটপট করতে শুরু করে এবং মুখ দিয়ে ফেনা বের হতে শুরু করে। এভাবে কিছুক্ষন পর মারা যায় গাভীটি। পরে বাড়ীর সদস্যরা গাভীর খাবার ঘাস ও খড় দেখতে গেলে গাভীকে খেতে দেয়া খড় ও ঘাসের মধ্যে দানাদার বিষ পাওয়া যায়।
এসময় খামারী অভিযোগ করে বলেন, রাতে বাড়ীর সবাই ঘুমিয়ে পড়লে সেই সুযোগে শত্রুতাবশত গাভীর খাওয়ার জন্য রাখা খড়ের মধ্যে দানাদার বিষ মিশিয়ে দিয়েছে কেউ। সেই খাবার খাওয়ানোর জন্য গাভীটির মারা যায়।
গাভীটি প্রসতিদিন সকালে ১৫/১৭ কেজি এবং বিকেলে ৫/৬ কেজি করে দুধ দিত। গাভীটির আনুমানিক বাজার মূল্য প্রায় দেড় লাখ টাকা হবে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ গাভীর মালিক।
এ বিষয়ে বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক শামসুল ইসলাম জানান, গাভীর মালিক এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।