নাটোর সদর উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের ৫০ জন গ্রাম পুলিশের মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ প্রাঙ্গন থেকে এসব বাইসাইকেল বিতরন করা হয়। এসময় গ্রাম পুলিশ সদস্যদের হাতে বাই সাইকেলের চাবি হস্তান্তর করেন নাটোর সদর-নলডাঙ্গা আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
জেলা পরিষদ বোর্ড রুমে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য শিমুল বলেন, জননেত্রী শেখ হাসিনার মেধাবী নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সকল শ্রেণী পেশার মানুষের ভাগ্য উন্নয়নে প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ইতোপূর্বে সামান্য বেতনে আর্থিক অস্বচ্ছলতা নিয়ে গ্রাম পুলিশের সদস্যবৃন্দ মানবেতর জীবন যাপন করতেন। বর্তমান সরকার সোয়া তিন হাজার টাকার বেতন বাড়িয়ে সাত হাজার টাকা নির্ধারণ করেছে। কারন গ্রামের শান্তি-শৃংখলা রক্ষা ও জনসাধারণের কল্যাণে তাঁরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সাজেদুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাটোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মাহবুবুর রহমান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু, জেলা পরিষদের সদস্য প্রভাষক মোস্তাফিজুর রহমান প্রমুখ।