নাটোরে চিকিৎসাধীন অবস্থায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত নিয়ামত আলী নামে (৩৫) এক কয়েদির মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত নিয়ামত আলী শহরের কান্দিভিটা এলাকার আব্দুস সালামের ছেলে। নাটোর কারাগারের সুপার আব্দুল বারেক জানান, গত ২৮ নভেম্বর মাদক মামলায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নিয়ামতের কারাদন্ড হয়। এরপর থেকে কারাবন্দী রয়েছে। কারাগারে প্রেরনের পর থেকেই সে বিভিন্ন সময় অসুস্থ্য হয়। এতে করে তাকে কারাগারের চিকিৎসক দেখানো হয়। আজ রবিবার সকালে সে বুকের ব্যাথায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের ময়না তদন্ত শেষে মরদেহটি পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।