নিজস্ব প্রতিবেদক:
নাটোরে চুরি যাওয়া সোনা ও রূপার গহনা সহ শামীম ওরফে টাইগার নামের একজনকে আটক করেছে পুলিশ। গতকাল রাতে নাটোর রেলওয়ে স্টেশন গেট এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। আটককৃত শামীম ওরফে টাইগার নাটোর শহরের চক বৈদ্যনাথ এলাকার রূপচানের ছেলে।
নাটোর থানার তদন্তকারী কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, গতকাল বিকেলের কোনো এক সময়ে নাটোর শহরের হরিশপুর চেয়ম্যান পাড়া এলাকায় এলাকার জনৈক আতাউর রহমানের বাড়িতে কেউ না থাকায় জানালার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে চোর। এসময় সে প্রায় সোয়া দুই লাখ টাকার ৩১.২ গ্রাম সোনা ও ৭৬.৫৫ গ্রাম রূপার গহনা চুরি করে চোর পালিয়ে যায়। পরে বাড়ির মালিক আতাউর রহমান বাড়ি ফিরে এ অবস্থা জেনে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ অভিযানে নামে। অভিযানের এক পর্যায়ে গতকাল শুক্রবার রাতে স্টেশন গেট এলাকা থেকে সন্দেহভাজন চোর চক্রের সদস্য শামীম ওরফে টাইগারকে আটক করে। আটকের পর জিজ্ঞাসাবাদে টাইগার এই চুরির কথা অকপটে স্বীকার করে। পরে তার জিম্মা থেকে চুরি যাওয়া গহনাগুলি উদ্ধার করা হয়। এই ঘটনায় পুলিশ টাইগারকে গ্রেফতার করে আজ শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।