নাটোরে ছাত্রদলের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে শহরের আলাইপুর এলাকায় জেলা বিএনপি’র অস্থায়ী কার্যালয় চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র আহবায়ক আমিনুল হক, সদস্য সচিব রহিম নেওয়াজ, সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, দেওয়ান শাহীনসহ নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য সংগঠনকে গতিশীল করতে হবে। গণতন্ত্র পুনুরুদ্ধার করতে হলে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। তাই দলের তৃণমূল পর্যায় থেকে দলের সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তোলার আহবান জানান বক্তারা।