নাটোর প্রতিনিধি: নাটোরে আলোচিত ঢাবি ছাত্রী সুমাইয়া খাতুন হত্যা মামলায় গ্রেফতারকৃত স্বামী মোস্তফা হোসাইনের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করছে তার বাবা-মা।
রবিবার নাটোর প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোস্তাক হোসাইনের বাবা জাকির হোসেন। এ সময় মোস্তাকের মা সৈয়দা মালেকাও বক্তব্য রাখেন। লিখিত বক্তব্যে তারা জানান, মোস্তাক হোসেনের স্ত্রী হত্যার দায়ে গত বছরের ২৩ জুন মামলা হওয়ার পরে তাদের চারজনকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু নাটোর আধুনিক সদর হাসপাতালের পোস্টমর্টেম রিপোর্টে সুমাইয়া আত্মহত্যা করেছে বলে উল্লেখ করেছে এবং মামলার তদন্তকারী কর্মকর্তার সুরতহাল রিপোর্টেও আত্মহত্যা বলে উল্লেখ রয়েছে। পরে তাদের তিনজন আদালত থেকে জামিনে মুক্ত হলেও মোস্তাক হোসাইনের এখনও জামিন হয়নি।
এ অবস্থায় মোস্তাক হোসাইনের বাবা-মা মামলার সঠিক তদন্ত করে ছেলের জামিনসহ বেকসুর খালাস চেয়েছেন।