নিজস্ব প্রতিবেদক:
নাটোরে জনতা ব্যাংক লিমিটেডের উদ্যোগে পাঁচ শতাধিক সমাজের সুবিধা বঞ্চিত অসহায় দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার শহরের হরিশপুর এলাকায় জনতা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালক সাবেক অতিরিক্ত সচিব অজিত কুমার পালের সভাপতিত্বে আয়োজিত এক অনুষ্ঠানে এই কম্বল বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, জনতা ব্যাংক রাজশাহী বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক আব্দুর রাজ্জাকসহ অন্যান্যরা। এ সময় উপস্থিত ছিলেন জনতা ব্যাংক নাটোর এরিয়ার উপ-মহা ব্যবস্থাপক সফিকুর রহমানসহ কর্মকর্তাবৃন্দ। পরে ৫৫০ জন অসহায় দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।