আগামী ২ থেকে ৮ জানুয়ারি ২০২১ থেকে শুরু হতে যাওয়া জনশুমারি কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ শনিবার দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ। জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের ‘ম্যাপিং, জিওকোড হালনাগাদকরণ ও তালিকা এলাকা চিহ্নিতকরণ’ কার্যক্রমের ইউসিস ও জোনাল অফিসারদের দুই দিনের প্রশিক্ষণে মোট ২১জন কর্মকর্তা অংশগ্রহন করছেন।
প্রশিক্ষণে আসন্ন জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম সফল করতে জেলার ভৌগলিক অবস্থানকে বিভাজন করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব প্রদানের দিক নির্দেশনা প্রদান করা হবে জানিয়েছেন প্রশিক্ষণের রিসোর্স পারসন ও পরিসংখ্যান বিভাগের সাবেক উপ- পরিচালক ইদ্রিস আলী। প্রশিক্ষণের উদ্বোধনী সেশনে সভাপতিত্ব করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ পরিচালক দিলীপ কুমার। আগামীকাল দিনশেষে অংশগ্রহনকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হবে।