নিজস্ব প্রতিবেদক:
জলবায়ুর বিরুপ প্রভাব মোকাবেলায় নাটোর সদর উপজেলার শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে পাঁচ হাজার দেশীয় ফলের চারা বিতরণ করা হয়েছে। শনিবার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রতিষ্ঠান প্রধানবৃন্দের হাতে এসব চারা হস্তান্তর করেন নাটোর-২ (নাটোর সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন-অগ্রগতিতে এগিয়ে যাচ্ছে। আগামীদিনের সমৃদ্ধিকে টেকসই করতে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের তালিকায় জলবায়ুর সুরক্ষা অন্যতম। শত বছরের ব-দ্বীপ পরিকল্পনার প্রধান ইস্যুই হচ্ছে জলবায়ুর সুরক্ষা। এই বোধকে শাণিত করতে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে বেশী করে গাছের চারা রোপন করতে হবে। বন বিভাগ আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ আফরোজা খাতুন, উপজেলা বন কর্মকর্তা সত্যেন্দ্রনাথ সরকার, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, নাটোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল সাকিব বাকী ও কামরুন নাহার কাজল প্রমুখ।
উপজেলা বন কর্মকর্তা সত্যেন্দ্রনাথ সরকার জানান, নাটোর সদর উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসা এবং ঈদগাহ, গোরস্থান ও শ্মশানে মোট পাঁচ হাজার লেবু, আমলকী, পেয়ারা, তেঁতুল ছাড়াও ঝাউগাছের চারা তিবরণ করা হয়েছে।