নাটোর প্রতিনিধিঃ নাটোরে জাতীয়তাবাদি স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার দুপুরে শহরের আলাইপুর এলাকায় জেলা বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছা সেবক দলের সভাপতি আসাদুজ্জামানের সভাপতিত্বে সভায় রাজশাহী বিভাগীয় নেতাকর্মীসহ জেলা ও উপজেলা পর্যায়ের দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা দলকে সু-সংগঠিত করতে রাজশাহী বিভাগীয় নেতাকর্মীরা সকলকে সক্রিয় হওযার আহবান জানান।