জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৬ তম মৃত্যু দিবস উপলক্ষে নাটোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছে হিন্দু মহাজোট ও এর অঙ্গসংগঠনের সদস্যরা। আজ রবিবার বেলা ১১ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় এক মিনিট নীরবতা পালন ও শহীদদের আত্মার শান্তি কামনা করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় হিন্দু মহাজোট নাটোর জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট ভাস্কর বাগচী, সদস্য সচিব দেবাশীষ কুমার সরকার, নির্বাহী সদস্য অ্যাডভোকেট চিন্ময় সরকার, সদস্য প্রদীপ কর্মকার, যুব মহাজোটের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক লিটন সরকার, যুব মহাজোট নাটোর জেলার সাধারণ সম্পাদক চন্দন নাগ, নাটোর জেলা ছাত্র মহাজোটের আহ্বায়ক প্রদীপ কুমার রায়, সদস্য হৃদয় শীল সহ আরো অনেকে।
পুষ্পস্তবক অর্পণ ছাড়াও হিন্দু মহাজোটের অঙ্গসংগঠন নাটোর জেলা যুব মহাজোট এর আয়োজনে বিকেলে শহরের হরিশপুর কামারপাড়া মন্দিরে এক আলোচনা সভা ও প্রার্থনার আয়োজন করা হয়েছে।