নিজস্ব প্রতিবেদক
“ নির্ভুল জন্ম ও মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্য ভান্ডার গড়ব” এই প্রতিপাদ্য নিয়ে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে নাটোরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার কালেক্টরেট ভবন চত্বর থেকে এক শোভাযাত্রা বের করা হয় । শোভাযাত্রাটি এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে ফিরে আসে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজন করা হয় এক আলোচনা সভার। জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলাম, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মাহফুজা খানম, জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম নবী, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সুদি কুমার মৈত্রসহ অন্যান্যরা। সভায় জানানো হয় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে নাটোর জেলা সারাদেশে ১২তম স্থান অধিকার করেছে। জেলায় জন্ম নিবন্ধনের হার ১১৫.৫ শতাংশ এবং মৃত্যু নিবন্ধনের হার ৭৩.৫ শতাংশ। এ সময় বক্তারা বলেন, নির্ভুল জন্ম ও মৃত্যু নিবন্ধন করতে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং অভিভাবকবৃন্দের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তবেই ধারাবাহিক এই কার্যক্রমের মধ্য দিয়ে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্ভব হবে।