মৎস্য উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি এই শ্লোগানে নাটোরে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার দুপুরে জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালের সামনের লেকে মাছের পোনা অবমুক্ত করা হয়। রুই ,কাতলা ও মৃগেল জাতীয় মোট ৪০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গতকাল ২১ জুলাই থেকে শুরু হওয়া এই মৎস্য সপ্তাহ চলবে আগামী ২৭ জুলাই পর্যন্ত। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন , নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) জেলা শাখার উপ-পরিচালক ইকবাল হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গঅর আলম সহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা।